আমি তোমার রাতের চোখে স্বপ্ন হবো
তুমি আমায় মুগ্ধ হয়ে আপন মনে
কাছে নেবে?
চাঁদের আলোয় তারার হাসি
জানলায় এসে হাসবে যখন খিলখিলিয়ে
তখন তুমি উজাড় করে আমায় কিগো আদর দেবে?
জোনাকিদের ছুটাছুটি
গোলাপ ডালায় মধ্য রাতে
ফুলপরীদের আনাগোনা ফুল ফুটাতে,
তুমি কিগো হাত বাড়িয়ে টানবে বুকে
পরম পাওয়ার চরম ক্ষনে
যাদুর কাঠির স্পর্শ দিয়ে আপন হাতে?
আমি তোমার চোখের পাতায় দৃষ্টি হবো
তাকিয়ে আমায় দেখবে তুমি
চাতক যেমন আকাশ দেখে,
মনের ভেতর ঢেউ তুলে কে
যায় চলে সে সংগোপনে
মনমানসির ভালোবাসার পরশ মেখে?
আমি তোমার ইচ্ছে হবো
দেখে নিও তোমার যখন ইচ্ছে হবে
তোমার মাঝে লুকিয়ে আমি তোমায় দেখি,
তোমার মনের গহীন পটে
নিত্য আমি বৃষ্টি শেষে
মনের মতো রঙধনুটির ছবি আঁকি।
(আগরতলা ২৬/০৬/২০২৪)