About Me

Chanto Ranjan Chakraborty

Secret of success

সেন্টু রঞ্জন চক্রবর্তী সম্পর্কে

১৯৬০সনের ১৫জুন এক অতি সাধারণ পরিবারে কবির জন্ম। বাবা শ্রী তারকনাথ চক্রবর্তী (জগবন্ধু ) মাতা শ্রীমতি গিরিবালা চক্রবর্তী। চার ভাই এক বোনের মধ্যে কবি দ্বিতীয় সন্তান। বাবার অকাল প্রয়ানে লেখাপড়া বন্ধের উপক্রম হলে স্থানীয় লোকজন কবির লেখাপড়ার দায়িত্ব নেন। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন বলে দারিদ্রতার আঘাতে তিনি কখনো পিছু পা হন নি। অনেক চড়াই উৎরাই কবিকে মোকাবিলা করতে হয়েছিলো।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেলেও মেধার কারণে তিনি আমেরিকা হতে উন্নয়ন বিষয়ে ডিগ্রি অর্জন করেছিলেন। সদাহাস্য কবি অত্যন্ত সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। সবসময় অতিসাধারণ মানুষকে তিনি আপন করে নিতে ভুলেননা। তার লেখা এ যাবৎ আঠারোটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার লেখা কবিতার সংখ্যা এতোই বেশি যে আরো অন্তত দুইশত কাব্যগ্রন্থ হওয়ার মতো লেখা মজুদ রয়েছে।
কবির লেখা কবিতা স্পেনিশ, ইংলিশ ও আরবিতে বিভিন্ন দেশে অনুদিত হয়েছে। বরাবড়ই তিনি অত্যন্ত বিনয়ী এবং প্রচার বিমুখ। এক সময় তিনি বাংলাদেশ টেলিভিশনেও সফলতার সাথে নাটকে অভিনয় করেছিলেন।
কর্মজীবনে তিনি একাধিক পেশায় নিজেকে নিয়োজিত রাখলেও কোথাও নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন নি। তার লেখায় অন্যায়,অত্যাচার এর বিরুদ্ধে তীব্রতা পরিলক্ষিত হয়।

তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরুস্কারে ভূষিত হয়ে চলেছেন। সম্প্রতি তিনি কবি আল মাহামুদ আজীবন সন্মাননা লাভ করেছেন। কবি শ্রীমতি সুনীতি রানী চক্রবর্তী’র সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেও সংসার বিমুখতার কারণে তার ব্যক্তিগত জীবন তেমনটা মধুর নয়। কবি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ ত্যাগে বাধ্য হয়ে তিনি এখন ভারতে বসবাস করছেন। বর্তমান পেশায় ব্যবসায়ী হলেও তিনি তার লেখায় সাধারণের জীবনকে স্পষ্ট করে তুলে ধরতে কার্পণ্য করেননা।

শান্ত চরিত্রের এই কবি নীরবে নিভৃতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে নিরলস লিখে যাচ্ছেন। কবির অসংখ্য পাঠক, গুণগ্রহী ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তিনি অকপটে বেড়ে উঠার পেছনে অনেকের ঋণ স্বীকার করেছেন, তন্মধ্যে দার্শনিক ডক্টর আহমদ ছফা, সাংবাদিক নাজিমুদ্দিন মস্তান, সাংবাদিক ও লেখক আব্দুল গাফ্ফার চৌধুরী,রাজনীতিক জাহাঙ্গীর কবির নানক, রাজনীতিক মির্জা আজম, শিল্পপতি হাজী মোহাম্মদ সেলিম,গীতিকার আতিকুল ইসলাম,তিন ভাই যথাক্রমে মানিক লাল চক্রবর্তী,অমল চক্রবর্তী,সাধন চক্রবর্তী,একমাত্র বোন নমিতা চক্রবর্তী,সাধনা দেববর্মা,সাংবাদিক আবুল হাসেম, সাংবাদিক ইলিয়াস আহমেদ, কবি চুনিলাল দেবনাথ, স্ত্রী সুনীতি রানী চক্রবর্তী, ছেলে সোহাগ চক্রবর্তী, মেয়ে সঞ্চিতা চক্রবর্তী, একমাত্র জামাতা বিপ্লব ভট্টাচার্যী এবং ঋতিকা চ্যাটার্জির নাম উল্লেখ্য।
কবি নিজেকে সবসময় সবুজ বয়সী বলে দাবি করেন। কবি অতিশয় সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত।

কবির জন্মস্থান বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার বরুরা থানার সাহারপদুয়া গ্রামে ময়নামতি পাহাড়ের পাদদেশে