সবাই সাধু খাঁটি মধু
চাক ভাঙা মৌতাতে,
ধরা পরলেই বুঝা যায়
কি কাজ করে দিনরাতে।
মিথ্যাবাদী দুধে ধোয়া
বর্ণচোরা চেনা দায়,
গিরগিটির মতো চলনবলন
সুবিধামতো রং পাল্টায়।
কাঁদায় থাকে গায়ে লাগেনা
বাইম মাছের মতো চরিত্র,
সিধেল চোর তবুও বলে
ফুলের মতো পবিত্র।
চুরি ডাকাতি রাহাজানি
গুন্ডামিতে শ্রেষ্ঠ,
সবাই বলে লোকটা ঠিকই
শান্ত নম্র ভদ্র অবশিষ্ট।
আমি কিন্তু চিনি তাকে
নাটের গুরু ভন্ড,
চরিত্রহীন ইতর প্রাণী
বিশ্বাস করিনা একদন্ড।
(আগরতলা ০২/০৭/২০২৪)