রাজা বলেন মন্ত্রী মশাই
করলাম আদেশ জারি,
ঘোড়ার ডিম হাজির করুন
এখনই তাড়াতাড়ি।
মন্ত্রী ভাবেন এ কি কথা
এমন কি আর হয়?
না হলে যে গর্দান যাবে
পিছে যমের ভয়।
যেমন আদেশ তেমন কাজ
রাজ্য জুড়ে তালাশ,
দিন গড়িয়ে সন্ধ্যা হলো
মন্ত্রীমশাই হতাশ।
কি করিরে কি করিরে
টানে মাথার চুল,
ঘোড়ার ডিম’ই দিতে হবে
একটুও নয় ভুল।
মন্ত্রীসভা ডাকা হলো
সাথে তন্ত্রী যতো,
কোথায় পাবো ঘোড়ার ডিম
রাজার আদেশ মতো?
পশু মন্ত্রী দাঁড়িয়ে বলেন
কি হয়েছে মশাই?
ডাকেন তবে তাড়াতাড়ি
দু’চার জনা কসাই।
আসলে কসাই করবো জবাই
আছে যতো ঘোড়া,
শিক্ষা হবে উচিত মতোন
ডিম দেয়না কেনো তারা।
(আগরতলা ২৮/০৬/২০২৪)