Chanto Ranjan Chakraborty
Secret of success
সেন্টু রঞ্জন চক্রবর্তী সম্পর্কে
১৯৬০সনের ১৫জুন এক অতি সাধারণ পরিবারে কবির জন্ম। বাবা শ্রী তারকনাথ চক্রবর্তী (জগবন্ধু ) মাতা শ্রীমতি গিরিবালা চক্রবর্তী। চার ভাই এক বোনের মধ্যে কবি দ্বিতীয় সন্তান। বাবার অকাল প্রয়ানে লেখাপড়া বন্ধের উপক্রম হলে স্থানীয় লোকজন কবির লেখাপড়ার দায়িত্ব নেন। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন বলে দারিদ্রতার আঘাতে তিনি কখনো পিছু পা হন নি। অনেক চড়াই উৎরাই কবিকে মোকাবিলা করতে হয়েছিলো।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেলেও মেধার কারণে তিনি আমেরিকা হতে উন্নয়ন বিষয়ে ডিগ্রি অর্জন করেছিলেন। সদাহাস্য কবি অত্যন্ত সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। সবসময় অতিসাধারণ মানুষকে তিনি আপন করে নিতে ভুলেননা। তার লেখা এ যাবৎ আঠারোটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার লেখা কবিতার সংখ্যা এতোই বেশি যে আরো অন্তত দুইশত কাব্যগ্রন্থ হওয়ার মতো লেখা মজুদ রয়েছে।
কবির লেখা কবিতা স্পেনিশ, ইংলিশ ও আরবিতে বিভিন্ন দেশে অনুদিত হয়েছে। বরাবড়ই তিনি অত্যন্ত বিনয়ী এবং প্রচার বিমুখ। এক সময় তিনি বাংলাদেশ টেলিভিশনেও সফলতার সাথে নাটকে অভিনয় করেছিলেন।
কর্মজীবনে তিনি একাধিক পেশায় নিজেকে নিয়োজিত রাখলেও কোথাও নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন নি। তার লেখায় অন্যায়,অত্যাচার এর বিরুদ্ধে তীব্রতা পরিলক্ষিত হয়।
CONTENT YOU CAN TRUST